Header Ads

Header ADS

আমি, আব্দুল্লাহ আল মামুন

আমি আমার মত। হতে চাইনা কারু মত। কি হবে? অন্যের সাথে তুলনা করে। আমার স্বক্ষমতার মাঝেই আমার স্বপ্ন।।

"Self-realization is power for oneself"

বাংলাদেশকে নিয়ে ভারতের পুরোনো খেলা এবং রবীন্দ্রনাথের নোংরা কুকীর্তি। যা এখনও অনেক বাংলার কিছু জারজ মানতে পারে না। তাদের জন্য। (দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য)। /// /// ৭ই অক্টোবর ২০১৯ ইং বুয়েটের ভয়নংকর একটি কালো রাত, জাতি ধ্বংসের দ্বারপ্রান্ত।

আমাদের চার পাশে অযত্নে পরে থাকা রিফিউজি লতার উপকারিতা।


মুক্ত গড়বা আমাদের এই বাংলাদেশ।
এদেশের আনাচে-কানাচে ঝোব-জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে আছে মুক্তমানিক। কিন্তু দুঃখের বিষয় এই যে, আমরা আজও সেই মুক্তমানিক চিনতেই পারলাম না। আমরা এগুলোকে পা দিয়ে মাড়িয়ে চলে যায়, তারপরও ভেবে দেখিনি জেনেও জানতে ইচ্ছে করেনি এগুলো কোন উপকারে আসবে কিনা।
রাস্তার ধারে পুকুরের পাড়ে বনে বাগানে হাজারো উপকারী গাছপালা লতা পাতা আছে যা আমাদের প্রকৃতি সুরক্ষা দেন, পাশাপাশি অনেক সুবিধা দিয়ে থাকে, আজ আপনাদের জানাবো এমনই এক উপকারী গাছের কথা।

রিফিউজি লতার পরিচয়ঃ

বাংলা নাম রিফুজি লতা বা আসামি লতা। এর বৈজ্ঞানিক নাম  Mikania micantha.
এছাড়াও মানুষ আসামি লতা প্রিয় লতা বশীলতা তরুলতা রিফুজি লতা শঙ্খনীলতা নামে এটাকে ডেকে থাকে। এই লতা প্রতি বৃদ্ধি প্রবল। একবার বেড়ে ওঠার সুযোগ পেলে বিপুলভাবে ছড়িয়ে পড়ে। জড়িয়ে ধরে অন্য গাছের শাখা প্রশাখা। রিফুজি লতা বনে জঙ্গলে পতিত জমিতে বা পথের পাশে যেখানে ফোটে সে স্বমহিমায়  উদ্ভাসিত হতে থাকে। এ রিফুজি লতার কোন ধরনের যত্ন না নিলেও চলে। এটি একবার পেয়ে গেলে আর সহজে মরে না।

কোন কোন সমস্যায় এই লতা আমরা ব্যবহার করতে পারিঃ

১) প্রসাবে জ্বালাপোড়া নিয়মিত এই পাতার রস খেলে সমস্যা কেটে যাবে।
লিভারের যে কোন সমস্যায় এই পাতার রস অনেক উপকার করে।

২) চোখ লাল হয়ে গেলে এই পাতার রস খেলে সমস্যা কেটে যাবে।

৩) পাকস্থলীর প্রদাহ হলে আদার সাথে এই গাছের তিনটি পাতা চিবিয়ে খেয়ে নিন
এই পাতার রস নিয়মিত খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।

৪) শরীরের কাটা ছেঁড়ায় এই লতার পাতা পিষে ক্ষত স্থানে লাগিয়ে তিন থেকে চার ঘন্টা বেধে রাখুন জোড়া লেগে যাবে।

৫) বসন্ত বা হাম হয়েছে যাদের তারা রিফুজি পাতা পিষে রস পানির সাথে মিশিয়ে পুরো শরীর ধুয়ে ফেলুন।

৬) বিষাক্ত পোকামাকড় কামড় দিলেই খুজি পাতার রস দিয়ে ধুয়ে ফেলুন সেই সাথে পাতা পিছে লাগিয়ে রাখ।

৭) চুলকানি একজিমা দাওদ হলে এ পাতার রস দিয়ে ধুয়ে রস লাগাতে থাকেন দেখবেন সেরে যাবে।

৮)কাঁচা হলুদের সাথে এই পাতার রস মিশিয়ে শরীরে লাগালে শরীর ঠান্ডা থাকে এবং দাগ দূর হয়।

৯) হলুদের সাথে লেবুর রস ও এই পাতার রস মিশিয়ে মুখে লাগালে মুখের মেছতা সেরে যায়।

সতর্কতাঃ
প্রকৃতিক সকল উপকারী উদ্ভিদের পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। কিন্তু আমরা যেকোনো চিকিৎসা সেবার জন্য বিশেষভাবে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত, প্রকৃতির সুরক্ষা গুলো অনেক সময় ধীরগতিতে কাজ করে তাই হতাশ না হয়ে ভরসা রাখতে হবে।

No comments

Theme images by mattjeacock. Powered by Blogger.