Header Ads

Header ADS

আমি, আব্দুল্লাহ আল মামুন

আমি আমার মত। হতে চাইনা কারু মত। কি হবে? অন্যের সাথে তুলনা করে। আমার স্বক্ষমতার মাঝেই আমার স্বপ্ন।।

"Self-realization is power for oneself"

বাংলাদেশকে নিয়ে ভারতের পুরোনো খেলা এবং রবীন্দ্রনাথের নোংরা কুকীর্তি। যা এখনও অনেক বাংলার কিছু জারজ মানতে পারে না। তাদের জন্য। (দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য)। /// /// ৭ই অক্টোবর ২০১৯ ইং বুয়েটের ভয়নংকর একটি কালো রাত, জাতি ধ্বংসের দ্বারপ্রান্ত।

অবশেষে না ফেরার দেশে চলে গেলেন ক্রিকেটার রুবেল।

দীর্ঘ তিন বছর জীবনের সাথে যুদ্ধ করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন ক্রিকেটার রুবেল।

শেষবার স্বীকৃত ক্রিকেট খেলতে নেমে মিরপুরের এই মাঠ ছেড়েছিলেন অপরাজিত থেকে। অবশেষে জীবনের কাছে পরাজিত হয়ে আজ সেই মাঠে ফিরলেন  মোশারফ হোসেন কাফনের কাপড় পড়ে জানাযার মাঠে।

মোশারফ হোসেন রুবেল শেষ বিদায় জানাতে এসে শত শত মানুষ শোকে পাথর হয়েছে। এসময় আরেক ক্রিকেট কিংবদন্তি আবুল বাশার বলেন  আমরা একসাথে খেলার সময় আমরা অনেক মজা করেছি খুব ভালো কিছু মুহূর্ত আছে। 
অল্প সময়ে বিদায় নেওয়াটা মানতে খুব কষ্ট হচ্ছে।

তিন বছর আগে ব্রেন টিউমার ধরা পড়লে জীবনের সাথে যুদ্ধ করতে থাকেন মোশারফ হোসেন রুবেল। অবশেষে জীবন যুদ্ধের পরাজয় বরণ করেন তরুণ এই অলরাউন্ডার ক্রিকেটার মোশারফ হোসেন রুবেল। মঙ্গলবার বিকেল পাঁচটায় গুলশানের ইউনাইটেড হসপিটাল থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় বারিধারায় নিজ বাসাতেই, যেখানে স্বজন হারানোর যন্ত্রণায় সৃষ্টি হয় এক হৃদয়বিদারক পরিস্থিতি।

কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। আত্মীয়-স্বজনের পাশাপাশি সেখানে উপস্থিত হন সমসাময়িক ক্রিকেটাররা। মোশাররফ হোসেন রুবেলের খেলার মাঠে সহযোদ্ধারা তার সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, মোশারফ হোসেন রুবেল ছিল মানুষ হিসেবে অমায়িক, খেলার মাঠে তার অবদান ছিল অকল্পনীয়, অলরাউন্ডার প্লেয়ার হারিয়ে আমরা শোকাহত। মোশারফ হোসেন রুবেল সবসময় বেঁচে থাকার জন্য এবং মাঠে ফেরার চেষ্টা ছিল তাঁর অপরিসীম।

মোশারফ হোসেন রুবেল এর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দেশের ক্রিকেট অঙ্গনে। জীবন যুদ্ধের অবসান ঘটে, ঘটবে যেহেতু এটা প্রাকৃতিক নিয়ম আমরা ইচ্ছা করলেই তা থেকে লুকিয়ে থাকতে পারবো না। মোশারফ হোসেন রুবেল এর মৃত্যু এই বাস্তবতার ই একটি অংশ।

 আমরা সবাই তার রুহের মাগফেরাত কামনা করি। আল্লাহর নিকট দোয়া করি যেন আল্লাহ তাকে জান্নাত নসিব করেন।তার পরিবার ও সন্তানকে ভাল রাখুন এবং ধৈর্য ধারণ করার ক্ষমতা প্রদান করুন। (আমীন)

No comments

Theme images by mattjeacock. Powered by Blogger.